ফানুস উড়াতে গিয়ে দুই চাচা ও ভাতিজা দগ্ধ

নিজ বাড়ির ছাদে ফানুস উড়াতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন দুই চাচা ও এক ভাতিজা। রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে এ ঘটনা ঘটে।

- Advertisement -

দগ্ধ তিনজন হলেন, ভাতিজা মো. সিয়াম (১৬) ও তার দুই চাচা মো. রাকিব হোসেন (১৮) এবং মো. রায়হান (১৬)।

- Advertisement -google news follower

দগ্ধ অবস্থায় রাত সোয়া ১টার দিকে তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।

দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উদযাপন উপলক্ষে বাসার ছাদে ফানুস উড়ানোর সময় আমার ছেলে সিয়াম ও আমার দুই ভাই দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

- Advertisement -islamibank

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কামরাঙ্গীরচরের মুজিবরের ঘাট এলাকার একটি বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে তিনজন দগ্ধ হন।

পরে রাত সোয়া ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM