আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার-২০২৪ উপস্থাপন ও ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

- Advertisement -

ইশতেহারে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের অর্জন এবং আগামী মেয়াদে ক্ষমতায় এলে দেশের উন্নয়নে তাদের কর্মপরিকল্পননা তুলে ধরা হয়েছে।

- Advertisement -google news follower

২০০৯ থেকে ২০২৩ সালের শাসনামলকে ‘উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময় বাংলাদেশ’ বলা হয়েছে।

আওয়ামী লীগের এবারের ইশতেহারে ১১টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০২৪ এর মোড়কে একটি স্লোগান উল্লেখ করা হয়েছে। স্লোগানটি হলো- ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’।

- Advertisement -islamibank

ইশতেহারে অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো হলো-

১) দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

২) কর্মপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।

৩) আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

৪) লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।

৫) দৃশ্যমান অবকাঠামো সুবিধা নিয়ে বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।

৬) ব্যাংকসহ আর্থিক খাতের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করা।

৭) নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সেবা সুলভ করা।

৮) সার্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা

৯) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা

১০) সাম্প্রদায়িকতা এবং সব ধরণের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা এবং

১১) সর্বস্তরের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করতে দলের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে আহ্বায়ক করে গত ২৮ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে আওয়ামী লীগের ২৫ সদস্যের ইশতেহার প্রণয়ন কমিটি।

কমিটির তৈরি খসড়া থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় তৈরি হয়েছে- চূড়ান্ত ইশতেহার।

বুধবার হোটেল সোনারগাঁওতে আয়োজিত ইশতেহার অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুস রাজ্জাক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM