হালদা নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

দক্ষিণ এশিয়ার অন্যতম ও দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ২৫ বছরের এক যুবক।

- Advertisement -

মারা যাওয়া ওই যুবকের নাম সাহাবুদ্দিন এরশাদ। সে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলি মিয়া সিকদার বাড়ির মো. হারুনের ছেলে।

- Advertisement -google news follower

জানা গেছে, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সুন্দরপুর ইউপির তিন খালের মাথা এলাকায় হালদা নদীতে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করে সাহাবুদ্দিন।

এক পর্যায়ে পানির নিচে জাল আটকে গেলে সে নদীতে ডুব দেয়। এরপর থেকে নিখোঁজ হয় মো.সাহাবুদ্দীন এরশাদ নামে এ যুবক।

- Advertisement -islamibank

পানি থেকে দীর্ঘ সময় উঠে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে খবর পেয়ে দুপুর ১২ টার দিকে উদ্ধার কাজ শুরু করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ডুবুরী দল। দুই ঘন্টা অভিযানের পর বিকাল ৩টার দিকে লাশ উদ্ধার করতে সক্ষম হন তারা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন- লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM