চমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউর ৩১ নম্বর বেড থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফেনীর পরশুরাম থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

জানা যায়, চুরি যাওয়া নবজাতকটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের নূর মোহাম্মদ সিকদার পাড়ার বাসিন্দা আবু মো. নোমানের মেয়ে।

৬দিন বয়সী এই নবজাতক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউর ৩১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যের কোনো সময়ে হাসপাতাল থেকে বাচ্চাটি চুরি হয়।

- Advertisement -islamibank

একইদিন বেলা ২টার পর হাসপাতালের ওয়ার্ডে গিয়ে তার নবজাতক শিশু কণ্যাকে দেখতে না পেয়ে চুরির এ অভিযোগটি করেন নবজাতকের পিতা আবু মো. নোমান।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, অভিযোগ পেয়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজের সহায়তায় শিশু চুরির বিষয়টি সনাক্ত হয়।

শিশুটি ফেনীর পরশুরামে রয়েছে। পুলিশ রাতেই সেখানে অভিযান চালিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM