নদের পানিতে ডুবলো কয়লাবোঝাই কার্গো জাহাজ

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা নিয়ে যশোরে ভৈরব নদে ডুবে গেছে একটি কার্গো জাহাজ

- Advertisement -

শুক্রবার বিকেলে জেলার অভয়নগর উপজেলার দেয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া কার্গোটি কয়লা আমদানিকারক মেসার্স শেখ ব্রাদার্সের, নাম এমভিআর রাজ্জাক।

- Advertisement -google news follower

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখানে বড় জাহাজ থেকে কয়লা ছোট কার্গো জাহাজ এমভিআর রাজ্জাকে লোড করা হয়।

গত ৯ ডিসেম্বর সকালে কার্গো জাহাজটি হাড়বাড়িয়ায় থেকে রওনা দিয়ে ১১ ডিসেম্বর বিকেলে অভয়নগর উপজেলার দেয়াপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙ্গর করে।

- Advertisement -islamibank

কার্গোটির মাস্টার মো. মুরাদ হোসেন জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নদে ভাটা ছিল। এসময় কার্গো জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজে পানি উঠতে থাকে।

কার্গো জাহাজটি আস্তে আস্তে নদের পানিতে ডুবে যেতে থাকে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কার্গো জাহাজটি নদের পানিতে সম্পূর্ণ ডুবে যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM