টিআইবি কি বিএনপির শাখা সংগঠন, প্রশ্ন কাদেরের

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি শাখা সংগঠন হিসেবে বিএনপির সঙ্গে সুর মিলিয়ে কথা বলছে কিনা, এ প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

- Advertisement -

আর কতগুলো রাজনৈতিক দল ভোটে এলে নির্বাচন অংশগ্রহণমূলক হয়, টিআইবিকে সেই প্রশ্নও করেছেন তিনি।

- Advertisement -google news follower

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

এর একদিন আগে বৃহস্পতিবার একটি বিবৃতিতে টিআইবি বলে, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায়, তা এবারো হবে না, যা চরম হতাশাজনক।

- Advertisement -islamibank

ওবায়দুল কাদের বলেন, ২৮টি রাজনৈতিক দল অংশ নিলেও নির্বাচন কেন অংশগ্রহণমূলক হচ্ছে না, সে উত্তর টিআইবির কাছে পাওয়া যাবে না।

‘বিএনপির সাথে একই সুরে টিআইবি কথা বলছে। টিআইবি কি বিএনপির শাখা সংগঠন?’

জার্মান ভিত্তিক দুর্নীতিবিরোধী এই সংস্থাটি ‘চোখ থাকতেও অন্ধ’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৭টি দল আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।

তবে সরকার পতনের এক দফা দাবিতে ভোটের তফসিল বর্জন করে সহিংস কর্মসূচি চালাচ্ছে বিএনপি। প্রায় প্রতিদিন হরতাল-অবরোধের নামে যানবাহনে আগুন দেয়া হচ্ছে।

গত ২৮ অক্টোবর থেকে বিএনপির এসব কর্মসূচিতে প্রায় ৩০০ যানবাহনে আগুন দেয়া হয়েছে। পিটিয়ে হত্যা করা হয় পুলিশ সদস্যকে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি অস্ত্র জোগাড় করছে। নির্বাচনের সময় তারা হামলা চালাবে এমন খবর রয়েছে।

‘তবে নির্বাচন গণতন্ত্রের প্রাণ। যেকোনো মূল্যে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে রেকর্ড রাখতে চাই আমরা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারি দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করা।

‘আর নির্বাচন ব্যবস্থাকে যুক্তিযুক্ত করার জন্য নির্বাচন কমিশনের সব পদক্ষেপকে সমর্থন করে আওয়ামী লীগ।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM