পাকিস্তানের অস্ত্রধারীদের হামলায় নিহত ৫২

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে কয়েকটি অস্ত্রধারীদের কয়েকটি হামলার ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছে।

- Advertisement -

নিহতদের মধ্যে ২৫ জন সৈন্য এবং ২৭ জন সন্ত্রাসী রয়েছে বলে আইএসপিআর মঙ্গলবার জানিয়েছে।

- Advertisement -google news follower

পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইংটি জানায়, উপজাতীয় এলাকায় ১১-১২ ডিসেম্বর রাতের বেলায় ওইসব হামলা হয়। কয়েকটি স্থানে গোলাবিনিময়ের সময় তারা নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জেহাদ পাকিস্তান।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে পাঠানকোটের কায়দায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালির বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায় ফিদায়েঁ উগ্রবাদীদের একটি দল।

- Advertisement -islamibank

সেনাবাহিনীর সাথে গুলিবিনিময়ে মৃত্যু হয়েছে ৯ উগ্রবাদীর। সেই হামলারও দায় নেয় তেহরিক-ই-জেহাদ।

এর আগেও ডেরা ইসমাইল খান শহরে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যার ফলে মৃত্যু হয় ৫ জনের।

উল্লেখ্য, এই ডেরা ইসমাইল খান শহর মূলত আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকা। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM