৫৬১ প্রার্থীর আপিল, নিষ্পত্তি শুরু করেছে ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ৫৬১ জন প্রার্থী।

- Advertisement -

এর মধ্যে পঞ্চম দিনে ১৩০ জন, চতুর্থ দিন ৯৩ জন, তৃতীয় দিন ১৫৫ জন, দ্বিতীয় দিন ১৪১ জন এবং প্রথম দিন ৪২ জন আপিল দায়ের করেন।

- Advertisement -google news follower

আজ রবিবার সকাল থেকে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। প্রথম দিনে ১০০টি আপিল নিষ্পত্তি করা হবে।

এর আগে যাচাই-বাছাই শেষে সারাদেশের ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তাদের মধ্য থেকে গেলো ৫ দিনে ৫৬১ প্রার্থী আপিল করেন।

- Advertisement -islamibank

এসব আপিল ১০ ডিসেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিস্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে, নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM