বিশ্বনেতাদের মধ্যে আবারো জনপ্রিয়তায় শীর্ষে নরেন্দ্র মোদি

বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকায় চতুর্থবারের মতো শীর্ষে উঠে তাক লাগিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

- Advertisement -

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার জরিপে উঠে এসেছে এ তথ্য।

- Advertisement -google news follower

শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় এনডিটিভি জানিয়েছে, জরিপে অংশ নেয়া বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজারেরও বেশি মানুষের ৭৬ শতাংশেরই পছন্দের নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেছেন।

সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জরিপ চালানো হয়। যেখানে বিশ্বের পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন।

- Advertisement -islamibank

ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৭৬ শতাংশ তাদের পছন্দের বৈশ্বিক নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেছেন।

অন্যদিকে ১৮ শতাংশ এর বিপক্ষে মত দিয়েছেন এবং ৬ শতাংশ পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেননি।

তালিকায় মোদির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। তালিকায় তৃতীয় স্থান সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট। তারা পেয়েছেন ৫৮ শতাংশ মানুষের সমর্থন।

তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছেন যথাক্রমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা (৪৯ শতাংশ সমর্থন), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (৪৭ শতাংশ সমর্থন), ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (৪১ শতাংশ সমর্থন), বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু (৩৭ শতাংশ সমর্থন), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (৩৭ শতাংশ সমর্থন) এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (৩৭ শতাংশ সমর্থন)।

এর আগে ২০২১ সালের নভেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি ও আগস্টের জরিপেও সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক নেতার সম্মান অর্জন করেছিলেন নরেন্দ্র মোদি।

তবে নির্বাচনকে সামনে রেখে এবারের জরিপের ফলাফল মোদির দল বিজেপির জন্য লাভজনক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন। এর আগেই একের পর এক চমক দেখাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

চলতি মাসেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পেছনে ফেলে বড় জয় পায় গেরুয়া শিবির।

বিজেপির বিশাল এ জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণেই বলে মত অনেকের।

ক্ষমতায় থেকে শুধু নিজ দেশে নয় বহির্বিশ্বেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM