২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়াইয়ে ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি

- Advertisement -

সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে মুজিবুল হক চুন্নু।

- Advertisement -google news follower

দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ এবং ঢাকা-১৭ আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন।

ময়মনসিংহ-৪ আসন রওশন এরশাদের জন্য খালি রাখা হয়েছে। সাদ এরশাদ এখনো মনোনয়ন চাননি বলে জানান চুন্নু।

- Advertisement -islamibank

প্রার্থী ঘোষণার সময় চুন্নু বলেন, জাতীয় পার্টি আসন নিয়ে কোনো সমঝোতা বা জোট করবে না। নিজস্ব প্রতীক নিয়ে লড়বে।

গত তিনটি সংসদ নির্বাচনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের সঙ্গে জোট করে জাতীয় পার্টি। মাঝের বিএনপির বর্জনে দশম সংসদ নির্বাচনে জোট না থাকলেও আসন সমঝোতা হয় দুই দলে। বিরোধী দলের আসনে থেকে সরকারের মন্ত্রিসভায়ও ছিলো জাপার কয়েকজন।

এবার প্রথম দিকে ভোটে অংশ নেওয়া নিয়ে সরাসরি মুখ খোলেনি জাতীয় পার্টি। চেয়ারম্যান জিএম কাদের এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের দ্বন্দ্বও দেখা যায় নতুন করে।

রওশন নির্বাচন কমিশনে চিঠি লিখে জানান তার দল আওয়ামী লীগরে সঙ্গে জোট করবে। কিন্তু জি এম কাদের সে বিষয়ে কিছু বলেননি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM