মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ করছে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা পর মনোনয়ন চিঠি বিতরণ করছে আওয়ামী লীগ

- Advertisement -

সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়।

- Advertisement -google news follower

এর আগে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান, মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র প্রস্তুত করা হয়েছে।

দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বিতরণ করা হবে।

- Advertisement -islamibank

এবারের নির্বাচনে ৭১টি আসনে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দেয়নি ক্ষমতাসীনরা। এর মধ্যে অবশ্য জোটের শরিক দলগুলোর সংসদ সদস্যদের বেশ কয়েকটি আসনও রয়েছে।

পরিবর্তিত প্রার্থীদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। কেউ কেউ আবার নিজের হারানো আসন ফিরে পেয়েছেন।

আগে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হলেও এবার সরাসরি নির্বাচনের সুযোগ পেয়েছেন ২৪ নারী। এ ছাড়া ২২৭ আসনে বহাল আছেন বর্তমান সংসদ সদস্যরা। প্রার্থী তালিকায় উঠে এসেছে ১০৫ নতুন মুখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM