নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের আয়োজনে ভার্চুয়াল এই শীর্ষ সম্মেলন শুক্রবার (১৭ নভেম্বর) সকালে উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

- Advertisement -

এরপর এতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে হবে।

- Advertisement -google news follower

এছাড়াও বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতি পাঁচটি প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি অন্যান্য রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো সংকট মোকাবেলায় দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন জরুরি। সেই লক্ষ্য অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পরস্পরের সহযোগিতা করতে হবে বলেও জানান শেখ হাসিনা।

- Advertisement -islamibank

এবারের সম্মেলনটি ১০টি সেশনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী অধিবেশনগুলো রাষ্ট্র ও সরকারপ্রধান পর্যায়ে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে, চলতি বছরের ১২ থেকে ১৩ জানুয়ারি ভার্চুয়ালি ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের প্রথম সম্মেলনটি আয়োজন করেছিল ভারত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM