সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপে বসবে না আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

বিএনপি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তার দল সন্ত্রাসী কোনো দলের সঙ্গে সংলাপ বা আলোচনায় বসবে না।

- Advertisement -

তিনি বলেন, ‘সন্ত্রাস, নাশকতা করে মানুষ পুড়িয়ে বিএনপি রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে সংলাপ বা আলোচনায় বসবে না আওয়ামী লীগ।’

- Advertisement -google news follower

সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপির জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে এসব মন্তব্য করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশে মানুষ পুড়িয়ে হত্যার মিশনে নেমেছে বিএনপি। রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

- Advertisement -islamibank

‘বিএনপির সাথে কোন সংলাপ নয়, বরং যারা নাশকতার সাথে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করছে সরকার।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে বিএনপি নাশকতা করতে পারে বলেও সতর্ক করেন তথ্যমন্ত্রী।

এদিন সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ নির্বাচন এগিয়ে আসার কারণে হাতে সময় না থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আর সুযোগ নেই।

তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের আনন্দ মিছিলতফসিল ঘোষণার পর আওয়ামী লীগের আনন্দ মিছিল
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করবে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM