হাজারীবাগে দুই বোনের রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

রাজধানীর হাজারীবাগে দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত একজনের নাম জেসমিন আক্তার (৪৫) অন্যজন নাসরিন আক্তার (৩৫)। 

- Advertisement -

রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -google news follower

দুই বোনের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক এখানে তাকে মৃত ঘোষণা করেন। অপর জনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবু তালেব বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

- Advertisement -islamibank

সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তারকে পড়ে থাকতে দেখি। আর নাসরিন আক্তারকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কীভাবে মারা গেছেন তা জানা যায়নি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী জানান, আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাসরিনকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৪টার দিকে জেসমিনকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জেএন/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM