এবার নতুন আলু এলো ভারত থেকে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বৃদ্ধি পেয়েছে। হিলিতে খুচরা বাজারে উঠেছে ভারতীয় নতুন আলু।

- Advertisement -

এসব নতুন আলু আমদানিকারকরা পাইকারি বিক্রি করছেন ৬০ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে।

- Advertisement -google news follower

বুধবার (৮ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে,বাজারে উঠেছে ভারত থেকে পুরাতনের পাশাপাশি এবরার আমদানি হয়েছে নতুন আলু। বন্দরে পাইকারি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

আর খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে। আবার ভারতীয় পুরাতন আলু বাজারে পাইকারি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। খুচরা বিক্রি করছেন ব্যবসায়ীরা ৩৫ টাকা কেজি দরে।

- Advertisement -islamibank

ক্রেতারা বলছে, বাজারে ভারতের নতুন আলু উঠেছে,তবুও দামটা একটু বেশি। ৮০ টাকা কেজি।

হিলি বাজারের সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে ভারতীয় পুরাতন আলুর পাশাপাশি নতুন আলু আমদানি হয়েছে। আমরা ৬০ টাকা কেজি দরে পাইকারি কিনে তা ৮০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করেছি।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, গতকাল আমার এক গাড়িতে ১২ মেট্রিকটন ভারতীয় নতুন আলু আমদানি হয়েছে। এসব আলু ৬০ টাকা কেজি দরে পাইকারি দিচ্ছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM