ধ্বংস করা হল ৭ বছরে উদ্ধার হওয়া দেড় কোটি টাকার মাদকদ্রব্য

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (রামগড় জোন) আওতাধীন চট্টগ্রাম উত্তরের বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান চালিয়ে উদ্ধারকৃত মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৪ নভেম্বর) সকালে ফটিকছড়ির বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুমের সভাপতিত্বে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের পরিচালক (অপারেশন), ৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ, ২৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহাম্মেদ খান, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ২০১৬ সাল থেকে অদ্যাবধি চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্যে ধ্বংস করা হয়।

- Advertisement -islamibank

এর মধ্যে ছিল- ৭২৫১ বোতল বিভিন্ন প্রকার মদ, ২৬৯ বোতল বিয়ার ক্যান, ১৯২৭ বোতল ফেন্সিডিল, ৯৮৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০৯.৩৬ কেজি গাঁজা, ২০৮.২৫ লিটার চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিস নিমসোলাইড ট্যাবলেট।

ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম মাদকদ্রব্য পাচার রোধে বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকল স্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

জেএন/হিমেল/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM