চট্টগ্রামে ১৬ আসনে ভোটার ৬৩ লাখ

নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করেছে। ঘোষিত ভোটার তালিকা অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬ আসনে মোট ভোটার ৬৩ লাখ ৯৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২১ হাজার ৯০২ জন।

- Advertisement -

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোটার বেড়েছে ছয় লাখ ৬৩ হাজার ৪৯৯ জন। গত নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটার ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ২৯ লাখ ১২ হাজার ৭৫ জন এবং নারী ভোটার ছিল ২৭ লাখ ২৫ হাজার ৩৯০ জন। সেই হিসেবে এবার পুরুষ ভোটার বেড়েছে তিন লাখ ৬৬ হাজার ৯৮৭ জন এবং নারী ভোটার বেড়েছে দুই লাখ ৯৬ হাজার ৫১২ জন।

- Advertisement -google news follower

নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় চট্টগ্রামে ১৬ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দুই হাজার ২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি।

চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে যেসব নাগরিকের বয়স ১৮ বছর হয়েছে, কিন্তু ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে আবেদন করেননি, তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে ভোটার হওয়ার জন্য আবেদন করলে যথারীতি এনআইডি কার্ড পাবেন।

- Advertisement -islamibank

কোন আসনে কত ভোটার

নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত তালিকা অনুযায়ী চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৩০০ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটার সংখ্যা চার লাখ ৫২ হাজার ২৭ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ভোটার সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ৭৮৪ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-নগর আংশিক) আসনে ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৮৯৬ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী-নগর আংশিক) আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭৫ হাজার ২৪ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ভোটার সংখ্যা তিন লাখ ১৫ হাজার ৫৬২ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ভোটার সংখ্যা তিন লাখ ১১ হাজার ৬৪৭ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৬ হাজার ১২৮ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ভোটার সংখ্যা চার লাখ ১১ হাজার ৯৩৪ জন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-পাঁচলাইশ) আসনে ভোটার সংখ্যা চার লাখ ৮৩ হাজার ৭০৫ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা-হালিশহর) আসনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ১০ হাজার ৫০৩ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটার সংখ্যা তিন লাখ ২৭ হাজার ৮১৫ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৫৫ হাজার ৩২ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ভোটার সংখ্যা দুই লাখ ৮৭ হাজার ২১ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ভোটার সংখ্যা চার লাখ ৫৬ হাজার ১২৮ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ৪৫৮ জন।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সংসদীয় আসনগুলোর ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। শনিবার প্রার্থীদের মনোনয়ন ফরমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী আসবে। এর আগে নির্বাচন কমিশন থেকে পাঁচ হাজার স্বচ্ছ ব্যালট বক্স এসেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM