ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন’র প্রতিবাদে সার্ক’র মানববন্ধন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গতকাল ২১ অক্টোবর শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

- Advertisement -

চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন (সিআইপি)’র সভাপতিত্বে ও আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শেখ সফিউল আজম, চসিক কাউন্সিলর হাসান মুরাদ চৌধুরী বিপ্লব, বিভাগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূঞাঁ রাসেল, সহ-সভাপতি ইউসুফ খান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, আবু বক্কর সিদ্দিকী, মোর্শেদ মন্টু, আসিবুর রহমান, নাছির উদ্দিন, মঞ্জুর আলম, সালমা বেগম, রোজী চৌধুরী, প্রমা তাহের, মোঃ আরিফ, শওকত ইকবাল, রক্সি জাহান, আলহাজ্ব কবির মোহাম্মদ, চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এস.এম ইকরাম হোসেন সোহেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

- Advertisement -google news follower

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জাতিগতভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার বাহিনীকে আমরা সমর্থন করি না। ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে আগ্রাসন চালাচ্ছে তা কখনোই মেনে নেওয়ার মতো নয়। আমেরিকাসহ যে দেশগুলো সারা বিশ্বে মানবতার বুলি আওড়ায় তারা আজ ইসরায়েলি বাহিনীর নৃশংসতাকে নির্লজ্জভাবে সমর্থন করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। মানববন্ধন শেষে এক মিছিল প্রেস ক্লাব হতে চেরাগী পাহাড় মোড় এসে শেষ হয়।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM