অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর মামলায় দরদ দিতে হবে- ইব্রাহীম খলিল

সরকারি খরচে আইনি সহায়তা অসহায় বিচারপ্রার্থী জনগণের নাগরিক অধিকার। জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের বিজ্ঞ প্যানেল আইনজীবীরা উক্ত কার্যক্রমে আন্তরিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। এ কার্যক্রমে লিগ্যাল এইড প্যানেল ভুক্ত আইনজীবীদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করছি। আইনের শাসন প্রতিষ্ঠায় লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের ভূমিকা গুরুপূর্ণ। প্যানেল আইনজীবীরাই সরকারি আইনি সহায়তা কার্যক্রমের অন্যতম ভূমিকা পালন করতে পারে। অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর মামলায় দরদ দিতে হবে।

- Advertisement -

১৮ অক্টোবর বুধবার বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল কমিটির প্যানেল আইনজীবীদের ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ ইব্রাহীম খলিল।

- Advertisement -google news follower

লিগ্যাল ইন্টার্ণ হুমায়রা আফরেনের সঞ্চালনায় সভায় কার্যকর আইনি সহায়তা প্রদানে প্যানেল আইনজীবীদের ভূমিকা বিষয়ক সেশন পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানি। পারিবারিক মামলায় আইনি সহায়তা বিষয়ক সেশন পরিচালনা করেন অতিরিক্ত পারিবারিক আদালতের বিচারক ফারজানা তাবাসসুম মেরী। প্যানেল আইনজীবীদের নৈতিক মানদন্ড প্রণয়নের লক্ষ্যে প্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ড বিষয়ে সেশন পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ অলি উল্লাহ।

অনলাইনে স্মার্ট আইনি সহায়তার আবেদন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনা করেন লিগ্যাল এইড সহকারী মোহাম্মদ এরশাদুল ইসলাম এবং একনজরে সরকারি আইনি সহায়তা কার্যক্রমে চট্টগ্রামের সফলতা পাওয়া পয়েন্টের মাধ্যমে প্রদর্শন করেন লিগ্যাল ইন্টার্ণ মোঃ মনিরুল ইসলাম খান।

- Advertisement -islamibank

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর মোঃ শরিফুল ইসলাম, জেলা পুলিশ কোর্ন ইন্সপেক্টর মোঃ জাকের হোসাইন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোঃ আখেরুল ইসলাম। সভায় লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM