ফেনীতে বিপন্ন প্রজাতির তিনটি হনুমানসহ আটক ২

ঢাকা–চট্টগ্রাম মহসড়কের ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির তিনটি হনুমানসহ দুই যুবকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়।

- Advertisement -

আটককৃতরা হলেন, সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি এলাকার মো. সুজন উদ্দিন (২৪) ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ডেলিয়া এলাকার মো. শাকিল (২৫)।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, শনিবার রাতে লালপোল মুহুরি ফিলিং স্টেশনের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশিকালে (ঢাকা মেট্রো খ-১২-৮৬৪৪) একটি প্রাইভেটকার থেকে কালো মুখ প্রজাতির তিনটি হনুমান পাওয়া যায়। পরে গাড়িতে থাকা দুই যুবককে আটক করা হয়।

আজ রবিবার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইংপ্রু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘লাইসেন্স ব্যতীত ক্রয়–বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ ধারার অপরাধ করায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM