বেশি দামে আলু বিক্রির দায়ে জরিমানা দিল ব্যবসায়ী

চট্টগ্রাম মহানগরীর কর্নেলহাটে তদারকিমূলক ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

এসময় মূল্য তালিকায় আলুর কেজি ৩৬ টাকা লিখেও খুচরায় ৪০ টাকা দরে বিক্রি করায় আইয়ুব অ্যান্ড ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, ৫ কেজি আলুর দাম ২শ টাকা, ১০ কেজির দাম ৪শ এবং ২ কেজি আলুর দাম ৮০ টাকায় বিক্রির পৃথক তিনটি রশিদ পেয়ে আইয়ুব অ্যান্ড ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

একই অভিযানে মরিয়ম ট্রেডার্সে মূল্যতালিকা না থাকায় ১ হাজার টাকা। একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের জন্য ৫ হাজার টাকা ও ক্যাফে আজমিরে মূল্যতালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে জানালেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM