সাতকানিয়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তোফায়েল গ্রেফতার

সাতকানিয়ার চরতি গ্রামে নুরুল আলম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তোফায়েল আহমদ (৪০)কে ১৯ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

- Advertisement -

গোপন সুত্রে আসামির অবস্থান নিশ্চিত করে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাতকানিয়া থানার মাস্টার হাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -google news follower

তোফায়েল আহমদ সাতকানিয়া থানার দক্ষিণ চরতি গ্রামের মৃত নজু মিয়ার ছেলে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।

- Advertisement -islamibank

তিনি বলেন, ২০০৪ সালের ২৯ মে সাতকানিয়ার চরতি গ্রামে নুরুল আলম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে ৪ জনকে আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তোফায়েল আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। মামলার পর থেকে তিনি দীর্ঘ ১৯ বছর পলাতক ছিলেন।

তিনি আরও জানায়, তোফায়েল উপজেলার মাস্টারহাট এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালানা হয়। এক পর্যায়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। পরে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM