ডেঙ্গু কেড়ে নিলো আরও ১৫ মানুষের প্রাণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিসমশাবাহি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৫ জন। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ৯৫৮ জন।

- Advertisement -

তাছাড়া গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২৯৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭২৬ জন ও ঢাকার বাইরের ২ হাজার ২২৪ জন।

- Advertisement -google news follower

বুধবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু এবং ৩ হাজার ১২৩ জন আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। সেই হিসেবে বুধবার ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কিছুটা কমেছে।

- Advertisement -islamibank

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৮৩১ জন।এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮১ হাজার ২১৬ জন। আর ঢাকার বাইরের ১ লাখ ১৫ হাজার ৬১৫ জন।

পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯০৬ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৭ হাজার ৫৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৮ হাজার ৮৫২ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM