চট্টগ্রাম চিড়িয়াখানা জলহস্তী পেল বাঘের বিনিময়ে

চট্টগ্রাম চিড়িয়াখানা মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রংপুর চিড়িয়াখানার সঙ্গে প্রাণি বিনিময় করেছে। রংপুর চিড়িয়াখানায় এক জোড়া বাঘ দিয়ে এক জোড়া জলহস্তী নিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা।

- Advertisement -

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রথম ধাপে ১২ বছর বয়সী একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে।

- Advertisement -google news follower

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রথম ধাপে ১২ বছর বয়সী একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে। এর মাধ্যমে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণীর তালিকায় সংযোজিত হলো জলহস্তী।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানার সভাপতি আবুল বাশার মো. ফখরুজ্জামানের নির্দেশনায় বাঘের বিনিময়ে চিড়িয়াখানায় জলহস্তী আনা হয়েছে। একটি জলহস্তী এসেছে। আরও একটি আসবে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM