‘শিক্ষা অর্জনে ফাঁকি থাকলে কর্মজীবন ফাঁকিতে ভরে যাবে’

‘অজানাকে জানতে হবে। অচেনাকে চিনতে হবে। অজানাকে জানতে পারলেই প্রকৃত মানুষ হওয়া যায়। তাই শিক্ষা অর্জনে ফাঁকি থাকলে চলবে না। নয়তো কর্মজীবন ফাঁকিতে ভরে যাবে।’

- Advertisement -

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালী সদরের একটি কমিউনিটি সেন্টারে ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলা শাখা আয়োজিত এসএসসি কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।

- Advertisement -google news follower

সংগঠনের সভাপতি হিমেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমরেড সুনীল চক্রবর্তী ফাউন্ডেশনের উপদেষ্টা শুভ্রা চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক কানাই দাশ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী, নজরুল ইসলাম আজাদ, জামাল আব্দুল নাসের, তাপস চক্রবর্তী, উদীচী বোয়ালখালী শাখার সভাপতি ডা.অসীম চৌধুরী, এডভোকেট শওকত আলী, অধ্যাপক নাজিম মুরাদ, শহীদুল ইসলাম, সেহাব উদ্দীন সাইফু, অলক দাশ, ডা. মিহির বড়ুয়া, মহিবুল্লাহ খান, কাজল নন্দী, এডভোকেট শৈবাল আদিত্য, অসীম বিকাশ দাশ, মৃত্যুঞ্জয় দাশ, ব্যাংকার সুজন বিশ্বাস, শ্যামল চৌধুরী, সুকান্ত শীল, সাজ্জাদ হোসেন ও অনুপম বড়ুয়া পারু।

অনুষ্ঠানে উপজেলা ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের বই ও সনদ উপহার দেন অতিথিবৃন্দ।

- Advertisement -islamibank

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM