ভারতকে ২৬৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা। তাই ভারতের বিপক্ষে সুপার ফোরের আজকের ম্যাচটি দুই দলের জন্যই নিয়মরক্ষার। এমন ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৫ রান। এশিয়া কাপ জয় দিয়ে শেষ করতে এই রানের মধ্যেই শক্তিশালী ভারতকে আটকাতে হবে বাংলাদেশের।

- Advertisement -

টস হেরে ব্যাট করতে নেমে ১৫ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ৫৯ রান হতেই আরও দুই উইকেট হারায় টাইগাররা। বরাবরের মত আজও ব্যর্থ টপঅর্ডার। শূন্য রানে বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস (০)। তানজিদ তামিম নিজের দ্বিতীয় ম্যাচে করেন ১৩ রান। এরপর মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরেছেন দীর্ঘদিন পর ওয়ানডেতে ফেরা এনামুল। দলীয় ৫৯ রানে রোহিতের ক্যাচ বানিয়ে মিরাজকে ফেরান অক্ষর প্যাটেল। টাইগার এই অলরাউন্ডার ২৮ বলে করেন ১৩ রান।

- Advertisement -google news follower

শুরুর ধাক্কা সামলিয়ে এরপর দলের হাল ধরেন সাকিব-হৃদয়। দুজনে মিলে গড়েন শতরানের জুটি। সাকিব ৬৫ বলে ফিফটি হাঁকিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু এবারও হলো না। শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে হৃদয়ের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক ৮৫ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে যান তিনি। সাকিবের পর বেশিক্ষণ টিকতে পারেননি শামীমও (১)।

শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয় খেলেছিলেন ৮২ রানের ইনিংস। আজ ভারতের বিপক্ষে আরও একবার জ্বলে উঠলো তাওহিদ হৃদয়ের ব্যাট। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম আর টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তরুণ এই ব্যাটার। শামির বলে বিদায়ের আগে ৮১ বলে ৫৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ২টি ছক্কা।

- Advertisement -islamibank

সাকিব ও হৃদয় ফেরার পর ব্যাট হাতে ঝড় তোলেন নাসুম-মাহেদী। ৪৫ বলে ৬ চার আর এক ছক্কায় নাসুমের ৪৪ আর শেখ মাহেদীর ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৯ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। অভিষিক্ত তানজিম সাকিবও ৮ বলে একটি করে চার-ছক্কায় করেন হার না মানা ১৪। ভারতের শার্দুল ঠাকুর ৬৫ রানে নেন ৩টি উইকেট। ৩২ রানে ২ উইকেট নেন মোহাম্মদ শামি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM