রিক্সায় চড়ার এক যুগ পর সাকিব এবার চড়বেন কিসে

১২ বছর আগের সাকিবের বয়সটা কত আর? সব মিলিয়ে ২৪ বছর। টগবগে তরুণ সাকিবের কাধেঁ পড়েছিলো অধিনায়কত্বের দায়িত্ব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সে দৃশ্য গুলোর অবতারণা হতে পারে আরো একবার। সময়টা ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারী, বর্ণিল সাজে বাংলা, আতশঁ বাজিতে মেতে উঠেছিলো বুড়িগঙ্গার তীরের ঢাকা শহর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চাপিয়ে বাইরে দর্শকদের এমন ভীড় বিশ্ব দেখেছিলো কবে তা হয়তো হলফ করে কেউ বলতে পারবে না।সবচেয়ে সুন্দর মুহুর্তটা হয়তো এক যুগ পেরিয়ে গেলেও মনের কোরিডোরে ভেসে উঠে বারবার। রিক্সায় চড়ে সবার আগে মাঠে ঢুকলেন রিকি পন্টিংসহ বাকি দলপতিরা। সবার শেষে মাঠে সাঙ্গাকারা, ধোনি, সাকিব। যখন সাকিবের নাম ঘোষণা হলো মাঠের চারপাশের ধ্বনি প্রতিধ্বনিতে সেদিন হয়তো সাকিব ও রোমাঞ্চিত হয়েছিলো। লাল সবুজ জার্সিটার নেতা মাঠে আসলেন রিক্সায় চড়ে, হাতে নেড়ে নেড়ে।

- Advertisement -

সেবার মাত্র তিন ম্যাচে জয় পেরেছিলো বাংলাদেশ। কোয়াটার ফাইনালেও পৌছাঁতে পারেনি টিম টাইগার্স।এরপর সেবছরই শৃঙ্খলা ভঙ্গের দায়ে অধিনায়কত্ব হারান বাংলার সাকিব আল হাসান।এরপর পেরিয়েছে আরো দুইটি বিশ্বকাপ।ওয়ানডে ফরম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে কাপ্তানগিরির আর দায়িত্ব পান সাকিব।সবশেষ ক্রিকেটের এই লং ভার্সনে ২০১৫ এবং ২০১৭ সালে মোট তিনটি ম্যাচের অধিনায়কত্ব করেছিলেন সাকিব আল হাসান।

- Advertisement -google news follower

২০২৩ বিশ্বকাপটা এবার যেন একেবারেই ঘরের পাশে,ভারতে মাটিতে,পাশের দেশে।কত সময় পেরিয়ে গেলো,মাঝের দুইটা বিশ্বকাপও চলে গেলো।সাকিব যেভাবে আসলেন ঠিক যেন সেভাবে রয়ে গেলেন।সব শেষ বিশ্বকাপের সাকিবের নান্দনিক পারফরম্যান্সে মুগ্ধ হয় নি কে?৮ ম্যাচে সাকিবের ৬০৬ রান,১১ টি উইকেট।সেবারও বাংলা না পারলেও পেরেছিলো সাকিব।তবে এবারের বিশ্বকাপটা যেন সাকিবের জন্য আরো একটু বেশী আলাদা।এক যুগ পর সাকিব বিশ্বকাপে নেতৃত্ব দিবেন বাংলাকে।২০১১ সালের বিশ্বকাপে ১২ বছর আগে ২৪ বছর বয়সী সাকিব আল হাসান বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলো রিক্সায় চড়।২০২৩ বিশ্বকাপে ১২ বছর ৩৬ বছর বয়সী সাকিব এবার চড়বেন কিসে।৩ সেপ্টেম্বর ভারতের সাকিবের শেষ বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে কি আয়োজন থাকছে,এক যুগ পর সাকিব এবার মাঠে আসবেন কীভাবে কিংবা ক্যাপ্টেনস গ্যালারিতে আসবেন কীভাবে অপেক্ষা মাত্র মাস খানেকের।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM