পুলিশ ভ্যানে সোনার বাংলা ট্রেনের ধাক্কা: ৩ পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তঃনগর এক্সপ্রেস সোনার বাংলা ট্রেনের ধাক্কায় পুলিশের একটি টহল ভ্যানে থাকা ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

- Advertisement -

আজ রবিবার (২৭ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির সদস্যরা।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় গাড়িটি দূরে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলে একজন নিহত হন। স্থানীয়রা আহত আরো কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধার করে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।

- Advertisement -islamibank

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, সেখানে আরো দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন, ইস্কান্দার (৪০), হোসাইন (৩৫), মিজান (৩০)। ৩ জনই কনস্টেবল। তারা সবাই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। আহতদের মধ্যে সমর কুমার সাহা পুলিশ ভ্যানের চলক। আহত অন্য দুজন হলেন এসআই সুজন সাহা (৩০) ও শাহাদাত মেম্বার (৪০)।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, রেল ক্রসিং বার উঠানো থাকায় পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটি ক্রসিংয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে।

ঠিক একই সময়ে আন্তঃনগর এক্সপ্রেস সোনার বাংলা চট্টগ্রামে প্রবেশ করছিলেন। এতে ধাক্কায় ভ্যানটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক পুলিশ কনস্টেবল মারা যায়। বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের ক্যাজুয়ালিটিসহ অন্যান্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (সিএমসিএইচ) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর আলম আশেক বলেন,নিহতদের লাশ মর্গে রাখা আছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM