সিন্ডিকেট ভাঙ্গলেই ডিমের বাজারের অস্থিরতা কমবে!

চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকার পরও এখনো ওঠানামা করছে ডিমের দাম। এ অবস্থায় বিপাকে ভোক্তারা।

- Advertisement -

আড়তদাররা বলছেন, ডিমের দাম বাড়লেও বিক্রেতাদের মুনাফা বাড়েনি। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কাছে ক্রেতা-বিক্রেতা সবাই অসহায়।

- Advertisement -google news follower

এক মাসেরও বেশি সময় ধরে অস্থির ডিমের বাজার। প্রতিদিন বাজারমূল্য ওঠানামা করায় বিপাকে ক্রেতা-বিক্রেতারা।

মাসখানেক আগে ৪০ টাকা হালি বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকায়। ১২০ টাকা ডজনের ডিম এখন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় ক্ষুব্ধ ভোক্তারা।

- Advertisement -islamibank

এ অবস্থায় একজন বিক্রেতা বলেন, “আগে আমরা কিনতাম আট থেকে নয় টাকায়, এখন কিনতে হচ্ছে ১৪ টাকা পর্যন্ত।
আরেক বিক্রেতা বলছেন, ”সকালে এক দাম, বিকালে আরেক দাম। আমরা কী করবো!”

আড়তদাররা বলছেন, ডিমের দাম বাড়লেও বাড়েনি বিক্রেতাদের মুনাফা। এজন্য বড় প্রতিষ্ঠান ও মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন তারা। আর বিক্রেতারা বলছেন আড়তদাররাই মূল ব্যবসা করে।

এদিকে রহিমউল্লাহ নামে এক ক্রেতা বলেন, ডিমের সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই বাজারের অস্থিরতা কমে আসবে। দামও নাগালের মধ্যে থাকবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, বাজার নিয়ন্ত্রণে চেষ্টা করছেন তারা। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ডিমের বাজার স্থিতিশীল হবে বলেও দাবি তাদের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM