বেশি দামে ডিম বিক্রির দায়ে জরিমানা গুনল ৭ প্রতিষ্ঠান

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের চৌমুহনী বাজার এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৬ আগস্ট) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান চালায়। নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক নাসরিন সুলতানা।

- Advertisement -google news follower

তিনি বলেন, ডিমের পাইকারি ও খুচরা বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ সকালে আগ্রাবাদের চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারে ডিমের মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রয়ের কারণে সাতটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

এর মধ্যে জে আলম ব্রাদার্সকে এক হাজার টাকা, হালাল শপকে দুই হাজার টাকা, জনপ্রিয় স্টোরকে এক হাজার টাকা, জিলানী স্টোরকে এক হাজার টাকা, নাসফিকা ট্রেডার্সকে দুই হাজার টাকা, আমিন এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা ও রাজ এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM