নন্দনকাননে বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে ৩৪ বোতল বিদেশি মদ ও ৪৭টি ভারতীয় শাড়িসহ টিপু দাশ ওরফে নিপুন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে কোতোয়ালি থানার নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

টিপু দাশ চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মৃত সুখেন্দু দাশের ছেলে।

- Advertisement -google news follower

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নন্দনকানন এলাকা থেকে বিদেশি মদ ও ভারতীয় শাড়িসহ চোরাকারবারি টিপু দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা হয়েছে। মূলত শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদ ও শাড়ি অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রয় করে আসছিল টিপু দাশ।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM