রোহিঙ্গা বহনকারী নৌকাডুবিতে ২৩ জনের মৃত্যু

মিয়ানমার থেকে মালয়েশিয়াগামী রোহিঙ্গা শরণার্থী বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন। দুর্ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একটি উদ্ধারকারী দল বিবিসিকে জানায়, নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ১০ পুরুষ। তারা সবাই রোহিঙ্গা মুসলিম।

- Advertisement -google news follower

রাখাইন রাজ্যের সিত্তওয়ের শহরের কাছে বঙ্গোপসাগরে মিয়ানমারের পশ্চিম উপকূলে গত রোববার এ দুর্ঘটনা ঘটে। কাঠের নৌকাটি ঝড়ে ভেঙে এ দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা রয়টার্স জানায়।

বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেন, তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। নৌকায় অর্ধশতাধিক যাত্রী ছিল।

- Advertisement -islamibank

মিয়ানমারে নিপীড়ন ও বাংলাদেশের শরণার্থী শিবির থেকে জীবনে নতুন গতি ফেরাতে বিপদজনক সমুদ্র পাড়ি দিয়ে প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM