ঢামেকে ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

এডিস মশাবাহি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক নারী চিকিৎসক মারা গেছেন।

- Advertisement -

আজ শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

- Advertisement -google news follower

মারা যাওয়া ওই চিকিৎসকের নাম শরিফা বিনতে আজিজ (২৭)। তিনি ঢাকা জেলার দোহারের বাসিন্দা আজিজ ভূঁইয়ার ছেলে। ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছে। বর্তমানে সেখানেই ইন্টার্ন করছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -islamibank

তিনি জানান, জেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরে বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালটির আইসিইউতে ভর্তি করে স্বজনরা। তার অবস্থা খারাপ হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে রাখা হয়। সেখানে চিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM