ভারতের জন্য ৪টি ট্রানজিট রুটের অনুমতি দিয়েছে বাংলাদেশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য চারটি ট্রানজিট রুটের অনুমতি দিয়েছে বাংলাদেশ। ত্রিপুরার এক মন্ত্রীর বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, বাংলাদেশ সরকার ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য চারটি ট্রান্সশিপমেন্ট রুট ঘোষণা করেছে।

- Advertisement -

রুট চারটি হলো— চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।

- Advertisement -google news follower

ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেন, ভারত ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে যাতে ভারতীয় ব্যবসায়ীরা পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। বাংলাদেশ সরকার ত্রিপুরা ও অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পণ্য পরিবহনের জন্য চারটি রুটের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন।

- Advertisement -islamibank

উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরায় দুটি ‘সীমান্ত হাট’ রয়েছে। সেগুলো হচ্ছে— সিপাহিজলা জেলার কমলাসাগর ও দক্ষিণ ত্রিপুরা জেলার শ্রীনগর। এছাড়া উত্তর ত্রিপুরার ধর্মনগর এবং ধলাই জেলার কামালপুরে আরও দুটি ‘সীমান্ত হাট’ চালুর কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM