বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, নিখোঁজ অর্ধশত জেলে

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় অর্ধশতাধিক মাঝিমাল্লা নিখোঁজ হয়েছেন।

- Advertisement -

বুধবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার জেলার কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

জানা গেছে, এতে কিছু কিছু মাঝিমাল্লা অন্যান্য নৌকাযোগে কূলে ফিরতে পারলেও অর্ধশতাধিক মাঝিমাল্লা নির্খোঁজ রয়েছেন।

উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

সাগর থেকে কূলে ফিরে আসা মাঝিমাল্লারা জানান, সাগরে মাছ ধরার সময় ভোরে তীব্র বাতাস শুরু হলে ঝাঁকে ঝাঁকে ট্রলারগুলো কূলে ফিরে আসতে শুরু করে। সকাল ৮টা থেকে ৯টার দিকে হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে গেলে কুতুবদিয়ার পশ্চিমে ১০টিরও অধিক মাছ ধরার ট্রলার প্রচণ্ড বাতাশের ঘূর্ণিপাকের ঢেউতে মাঝিমাল্লাসহ সাগরে ডুবে যায়। এতে ট্রলারের শ্রমিকরা অন্যান্য নৌযানে করে কূলে ফিরতে পারলেও ডুবে যাওয়া ৩০ জন শ্রমিকের এখনো খোঁজ মেলেনি। ডুবে যাওয়া ট্টলার ও মাঝিমাল্লাদের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে বলে জানা যায়।

সরেজমিনে দেখা যায়, নিখোঁজ ট্টলার ও মাঝিমাল্লাদের খবর জানতে কুতুবদিয়ার চরে ভিড় করেছে জেলেপাড়ার লোকজন। পাশাপাশি চলছে স্বজনদের বুকফাটা আর্তনাদ। তাদের কান্নায় চর এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM