চট্টগ্রামে ভয়াবহ রুপে ডেঙ্গু: ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে চট্টগ্রামে। সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। জেলায় চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট এক হাজার ১৪ জন আক্রান্ত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৪ জন। আক্রান্তদের মধ্যে ৩৭ জন সরকারি ও ৩৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -google news follower

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯৮ জন চিকিৎসাধীন আছেন।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪ জন। আক্রান্তদের মধ্যে নগরীতে ৭৩৪ ও জেলায় ২৮০ জন। এর মধ্যে পুরুষ ৪৮০, নারী ৩০৫ ও শিশু ২২৯ জন।

- Advertisement -islamibank

চলতি বছরের জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৭৭ জন, মারা গেছেন তিন জন। ফেব্রুয়ারিতে মৃত্যু না হলেও আক্রান্ত ২২, মার্চে আক্রান্ত ১২, এপ্রিলে আক্রান্ত ১৮, মে-তে আক্রান্ত ৫৩, জুনে ৬ জনের মৃত্যু-আক্রান্ত ২৮২, এবং সর্বশেষ চলতি মাসের গেল ১০ দিনে রোগটিতে চারজনের মৃত্যু এবং এখন পর্যন্ত ৫৪৯ জন আক্রান্ত হয়েছেন।

নগরীর আগ্রাবাদ, কদমতলী, বহদ্দারহাট, হালিশহর, সিডিএ আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা বেশি ডেঙ্গুপ্রবণ বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, বৃষ্টির কারণে নগরীতে এবার এডিস মশা বাড়ছে। বিভিন্ন নির্মাণাধীন ভবন, কল-কারখানাসহ যেসব জায়গায় পানি জমার সম্ভাবনা রয়েছে- সেসব জায়গায় নজরদারি করছি।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুরোধে জনবল বাড়িয়ে নগরীতে ওষুধ ছিটানোর পাশাপাশি অসচেতন ভবন মালিককে শাস্তির আওতায় আনছেন।

চিকিৎসকরা বলছেন, ভয় পাওয়ার কিছু নেই। জ্বর হলেই, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM