অস্ত্রসহ পুলিশের জালে তিন পাহাড়ি যুবক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক নলা বন্দুক, ধামা ও চাপাতি উদ্ধার করা হয়।

- Advertisement -

আজ রবিবার (৯ জুলাই) ভোর রাতে তাদের আটক করে পুলিশ। আটকরা হলো— পশ্চিম ধোপাছড়ির কিলিরাম ত্রিপুরা, একই এলাকার যেহেল ত্রিপুরা ও বিক্রমপুরা পাড়ার সুভাষ ত্রিপুরা।

- Advertisement -google news follower

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগের দিন শনিবার বিকেলে পাহাড়ি যুবকদের অপর এক সহযোগিকে একটি লম্বা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ, ছোট ও বড় মিলিয়ে পাঁচটি ছুরি, একটি ধামা, দুটি দা সহ গ্রেপ্তার করা হয়েছিল।

আনোয়ার হোসেন আরও বলেন, দুর্গম এলাকার সুযোগ নিয়ে পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠী অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে গা ঢাকা দিত৷ তাদের ধরতে পুলিশের নজরদারি অব্যাহত ছিল।

- Advertisement -islamibank

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য জানা যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM