রবিবার খুলছে সব স্কুল-কলেজ: মাউশির ৫ নির্দেশনা

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রবিবার দেশের সব স্কুল-কলেজ খুলছে। কিন্তু ছুটির সময় শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ, ভবন ও ফুলের টবে জমে থাকা পানি থেকে এডিস মশার প্রজনন হতে পারে। তাই, শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ডেঙ্গু রোধে ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ জুলাই) মাউশির দেওয়া নির্দেশনাগুলো হলো-

- Advertisement -google news follower

খেলার মাঠ ও ভবনসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

- Advertisement -islamibank

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চত করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শিক্ষকগণ কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ প্রত্যহ শিক্ষার্থীদের জানাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM