শাহিন আফ্রিদির বিশ্ব রেকর্ড

ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্ব রেকর্ড গড়েছেন শাহিন শাহ আফ্রিদি।

- Advertisement -

পাকিস্তানের তারকা পেসার ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে নটিংহ্যামশায়ারের হয়ে ইনিংসের প্রথম ওভারে ৪ উইকেট শিকারের ইতিহাস গড়েছেন।

- Advertisement -google news follower

শনিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বার্মিংহ্যাম বেয়ার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েন আফ্রিদি।

এর আগে শ্রীলংকার সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গা আন্তর্জতিক ক্রিকেটে পরপর চার বলে চার উইকেট শিকারের নজির গড়েছিলেন।

- Advertisement -islamibank

তবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কোনও টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ওভারে চার উইকেট নেওয়ার প্রথম নজির গড়লেন শাহিন আফ্রিদি।

এদিন আগে ব্যাট করে টম মুরসের ৪২ বলের ৭৩ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৬৮ রানে অলআউট হয় শাহিন আফ্রিদিদের নটিংহ্যাম।

টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই পাকিস্তানের তারকা পেসারের বিধ্বংসী বোলিংয়ের তোপের মুখে পড়ে যায় বার্মিংহ্যাম।

ইনিংসের প্রথম বলে ওয়াইডসহ পাঁচ রান দেন আফ্রিদি। পরের ডেলিভারিতে নিখুঁত ইয়র্কারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওপেনার অ্যালেক্স ডেভিসকে। দ্বিতীয় বলে ফের ইয়র্কারে বোল্ড করেন ক্রিস বেঞ্জামিনকে।

তৃতীয় ও চতুর্থ বলে সিঙ্গেল রান করে নেয় বার্মিংহ্যাম।

শাহিন আফ্রিদির ওভারের পঞ্চম বলে ড্যান মাউসলির অনবদ্য ক্যাচ ধরেন ওলি স্টোন। ওভারের শেষ বলে আফ্রিদি বোল্ড করেন এড বার্নার্ডকে।

শাহিন আফ্রিদির বোলিং নৈপুণ্যের পরও তার দল নটিংহ্যামশায়ার পরাজয় এড়াতে পারেনি। প্রথম ওভারের ধকল সামলে রব ইয়েটসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই ২ উইকেটের জয় নিশ্চিত করে বার্মিংহ্যাম। দলের জয়ে ৪৬ বলে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৫ রানের ইনিংস খেলেন ইয়েটস।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM