দিল্লিতে মন্দিরে ড্রোন উড়িয়ে বিপাকে ঢাকার মমো

ভারতের দিল্লিতে অক্ষরধাম মন্দির এলাকায় ড্রোন উড়িয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি এক নারী। ড্রোনটি জব্দ করার পাশাপাশি ওই নারীকে জেরা করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

- Advertisement -

দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রোন উড়ছে এমন খবর পেয়ে এ বিষয়ে স্থানীয় মান্ডেওয়ালি পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়েছিল।
পরে তারা জানতে পারেন, ওই ড্রোনটি অবৈধভাবে ওড়াচ্ছেন বাংলাদেশি এক নারী।

- Advertisement -google news follower

মমো মুস্তফা নামে ৩৩ বছর বয়সী ওই নারী ঢাকায় বসবাস করেন। সাংবাদিকতা এবং ফটোগ্রাফির সঙ্গে জড়িত। গত মে মাসে ছয় মাসের ভিসা নিয়ে তিনি ভারতে প্রবেশ করেন।

খবরে বলা হয়, মমো মুস্তফার ড্রোনটি জব্দ করে ভারতীয় দণ্ডবিধির সেকশন-১৮৮ এর অধীনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান বলে জানায় পুলিশ।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM