তালুকদার আব্দুল খালেক কেসিসির মেয়র পদে পুনঃনির্বাচিত

আজ অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী সমর্থিত তালুকদার আবদুল খালেক পুনঃনির্বাচিত হয়েছেন।

- Advertisement -

খালেক তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন।

- Advertisement -google news follower

আজ (সোমবার) রাতে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কন্ট্রোল রুমে ২৮৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার (আরও) মোঃ আলাউদ্দিন।

তালুকদার আবদুল খালেক তার দলীয় প্রতীক ‘নৌকা’ নিয়ে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ‘হাত পাখা’ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

- Advertisement -islamibank

কেসিসি নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২২ জন ভোটারের মধ্যে মোট ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কাস্টিং ভোটের শতাংশ ছিল প্রায় ৪৭ দশমিক ৮৯ শতাংশ।

প্রবীণ রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক যথাক্রমে ২০০৮ ও ২০১৮ সালে বিজয়ী হন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM