কাপ্তাই পূজা উদযাপন কমিটির সম্মেলন

কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

উপজেলা পূজা কমিটির সভাপতি দীপক কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ।

- Advertisement -google news follower

সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল চন্দ্র দে, সম্পাদক স্বপন কান্তি মহাজন, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী। বক্তব্য রাখেন ত্রিপুরা সুন্দরী কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব কুমার সেন লাতু, চন্দ্রঘোনা সিদ্বেশ্বরী কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর, আদি নারায়ণ বৈদান্তিক গীতা ম-পের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাশ, কয়লার ডিপো হরিমন্দিরের সম্পাদক তপন কান্তি মল্লিক, ভাগবত সংঘের সভাপতি উৎপল কান্তি ভট্টাচার্য, ওয়াগগা কালী মন্দিরের সম্পাদক পবন পাল, শিলছড়ি রামসীতা মন্দিরের সভাপতি রুপন কান্তি দাশ, লোকনাথ মন্দিরের সভাপতি মতিলাল ঘোষ, সীতাঘাট মন্দিরের সভাপতি রতন দাশ, জয়কালী মন্দিরের প্রধান উপদেষ্টা সমলেন্দু বিকাশ দাশ, কাপ্তাই ব্রিকফিল্ড মন্দিরের সহ-সভাপতি পূর্ণেন্দু মল্লিক, চৌধুরীছড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ, চিৎমরম রক্ষাকালী মন্দিরের সভাপতি রতন কান্তি দাশ, মিশন নামহট্ট সংঘের সহ-সভাপতি বিপ্লব কুমার দাশ এবং কৃষ্ণ বলরাম মন্দিরের সভাপতি কল্যাণ চৌধুরী।

- Advertisement -islamibank

সম্মেলনে দীপক কান্তি ভট্টাচার্যকে সভাপতি এবং প্রিয়তোষ ধর পিন্টুকে সাধারণ সম্পাদক করে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়।

জয়নিউজ/লাভলু/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM