আরও ৭৫০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর

চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে শিশু, নারী, পুরুষসহ আরো ৭৫০ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

- Advertisement -

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে এসব রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীর ৩টি জাহাজ।

- Advertisement -google news follower

শনিবার রাতে ক্ক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে তাদের আনা হয়। আজ রবিবার ভোরে কয়েকটি বাসযোগে এসব রোহিঙ্গাদের নিয়ে এনে চট্টগ্রামের বি এফ শাহীন কলেজের কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে তাদের রাখা হয়।

এর আগে কয়েক ধাপে ৩১ হাজারের অধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। ২০২০ সালের ৩ ডিসেম্বর থেকে শুরু হয় ভাসানচরে প্রথম ধাপে রোহিঙ্গা স্থানান্তর।

- Advertisement -islamibank

তারপর সেখানে যাওয়া রোহিঙ্গাদের কাছ থেকে সেখানকার উন্নত জীবনযাপনের খবরে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের আগ্রহ বেড়েছে ভাসানচরে বসবাস করতে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM