ফিরিঙ্গিবাজারের মোহাম্মদীয়া হোটেলে পঁচা বাসী খাবার, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় অবস্থিত মোহাম্মদীয়া হোটেল এন্ড কনফেকশনারীতে আজ ৮ জানুয়ারি রোববার বিকালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে হোটেলের ফ্রিজ থেকে প্রায় ২০ কেজি রান্না করা বাসী মাছ, মাংস, চিকেন ফ্রাই, রূপচাদা ফ্রাই জব্দ করা হয়।

- Advertisement -

এছাড়া রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত নিম্নমানের ও নোংরা। কর্মচারী ও বাবুর্চিদের ছিল না কোন মাস্ক হ্যান্ড গ্লাভস।

- Advertisement -google news follower

এসময় ফ্রিজে রান্না করা বাসী খাবার সংরক্ষণের দায়ে হোটেল মালিক মোজাম্মেল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মালামাল বিনস্ট করা হয়। এছাড়া কনফেকশনারিতে লাইসেন্স ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার করার জন্য তাদেরকে সতর্ক করা হয়।

একই দিন বিকালে নগরীরর লালদীঘির পশ্চিম পাড়স্থ কে সি দে রোডে ফুটপাত দখল করে ফ্রিজ এবং গ্রিল মেশিন স্থাপন করা এবং মূল্য তালিকা ও উৎপাদনের তারিখ বিহীন দই ও কেক বিক্রি করার দায়ে বেক এন ফাস্ট এর শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানাসহ ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM