ভরা মৌসুমেও সবজিতে স্বস্থি নেই বাজারে

চট্টগ্রামের বিভিন্ন কাঁচাবাজারে ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। এমনকি সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে কিছু সবজির দাম।

- Advertisement -

শুক্রবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা শশার কেজি বিক্রি করছেন ৬০ থেকে ৭০ টাকা। গত সপ্তাহে শশার কেজি ছিল ৫০ থেকে ৬০ টাকা। অর্থাৎ এক সপ্তাহে শশার দাম বেড়েছে কেজিতে ১০ টাকা।

- Advertisement -google news follower

আকার ভেদে পাতাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। শিম প্রতি কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৫০-৬০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৪০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৩৫-৪৫ টাকা, চিচিঙ্গা ৫০, পটল ৫০, ঢেঁড়স ৫৫, কচুর লতি ৫৫-৬৫, পেঁপে ২৫-৩৫, বরবটি ৫৫-৭০ ও ধুন্দুল ৬০-৭০ টাকা কেজি।

লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, গোল বেগুন ৫০-৬০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা। কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

- Advertisement -islamibank

আলুর কেজি ২৫-২৮ টাকা। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। রসুনের কেজি ১২০-১৩০ টাকা। আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এসপ্তাহের বাজারেও পরিশোধন খরচের অজুহাতে চিনি বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা, কেজিতে ৫ টাকা বেড়েছে। সাত দিন আগে চিনির কেজি ছিল ১১০-১১৫ টাকা। প্যাকেট চিনির কেজি ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

খোলা আটার কেজি ৬০-৬২ টাকা ও প্যাকেট আটার কেজি ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়।

বাজারে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকা। আগে এক লিটার তেলের বোতল ছিল ১৭৮ টাকা। তেলের ৫ লিটারের বোতল আগে ছিল ৮৮০ টাকা। এখন পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯২৫ টাকায়।

দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা। এক সপ্তাহ আগে মসুরের ডালের কেজি ছিল ১১০-১২০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা।

তবে কমেছে ডিমের দাম। ফার্মের লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দুই সপ্তাহ আগে লাল ডিমের ডজন ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। আগের দামে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২২০-২২৫ টাকা।

গরুর মাংসের কেজি ৬৮০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮৫০-৯০০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা।

ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমলেও আগের দামে বিক্রি হচ্ছে সোনালি ও লেয়ার মুরগি। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০-৩১০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM