চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, মৃত্যু ৩

চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘন্টায় মারা গেছে এক শিশুসহ ৩ জন। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

- Advertisement -

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত মোহাম্মদ আবিদ নামের এক শিশু মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

- Advertisement -google news follower

সে নগরের আকবর শাহ থানা এলাকার বাসিন্দা। আয়েশা সেলিম (৪৫) নামের এক যুবক মারা গেছেন পার্কভিউ হাসপাতালে। তাঁরও ডেঙ্গু রোগ ছিল। তিনি নগরের চাঁন্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বাসিন্দা। এছাড়া মা ও শিশু হাসপাতালে মারা গেছেন জ্ঞানেন্দ্র নাথ মিত্র (৮৫) নামের ডেঙ্গু রোগী। তিনি নগরের ইপিজেড এলাকার নিউমুরিং এলাকার বাসিন্দা।

এর আগে গত মঙ্গলবার আর্য দত্ত নামে সাত বছরের এক শিশু মারা যায় ডেঙ্গু রোগে। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন পুরুষ, ৮ জন মহিলা ও বিভিন্ন বয়সের ৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM