বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলা, সিঁড়ি উচ্ছেদ

চট্টগ্রামের বোয়ালখালীতে ১২টি মামলায় সাতাশ হাজার ৫০০ টাকা জরিমানা ও ফুটপাত দখল করায় মার্কেটের সিঁড়ি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শুক্রবার (২১ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

- Advertisement -google news follower

তিনি জানান, শাকপুরা চৌমুহনীতে সড়কের ফুটপাত দখল করায় একটি মার্কেটের সিঁড়ি উচ্ছেদ করা হয়েছে। সড়ক পরিবহন আইন- ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলায় ২৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বালি বহনকারী ট্রাকগুলোকে আবশ্যিকভাবে ত্রিপল ব্যবহার এবং ফুটপাতে স্থায়ী স্থাপনা তৈরি ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM