আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণ: নিহত ৬

আতশবাজি তৈরির একটি বেআইনি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ছাড়াও পাশের ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

- Advertisement -

রবিবার (২৪ জুলাই) ভারতের বিহারের সারান জেলা খয়রা থানার খুদাইবাগ গ্রামে এই ঘটনা ঘটে। এই গ্রামটি জেলা সদর ছাপড়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

- Advertisement -google news follower

নিহত ব্যবসায়ীর নাম শাবির হোসেন। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ উড়ে যায় এবং বাকি অংশে আগুন ধরে যায়।

এই সময় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আটজন। আহতদের ছাপড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

- Advertisement -islamibank

পুলিশ জানিয়েছে, বাড়িটি একটি নদীর তীরে অবস্থিত, যেখানে বাড়ির একটি বড় অংশ ধসে পড়েছে।

এসপি সরণ সন্তোষ কুমার বলেছেন, ‘ছাপড়ায় বিস্ফোরণে একটি বাড়ি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চলছে। আমরা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছি। ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ডাকা হয়েছে।’

গণমাধ্যম সূত্রে জানা যায়, বাড়িটি আতশবাজি তৈরির একটি বেআইনি কারখানা ছিল বলে অভিযোগ রয়েছে। সূত্র: এনডিটিভি

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM