বোয়ালখালীতে জনসমাগমস্থলে মজুদ রাখা পশুর চামড়া সরানোর নির্দেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে জনসমাগমস্থলে অপরিকল্পিতভাবে কোরবানির পশুর চামড়া মজুদ করে পরিবেশ দূষণের অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

আজ রবিবার (১৭ জুলাই) দুপুরে বোয়ালখালী পৌরসভার হাজির হাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অপরিকল্পিতভাবে মজুদ রাখা পশুর চামড়াগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।

- Advertisement -google news follower

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, হাজির হাটের ইকবাল পার্ক পাঠাগার মাঠে অপরিকল্পিতভাবে কোরবানির পশুর চামড়া মজুদ করায় দুর্গন্ধ ও পরিবেশ দূষণ হচ্ছিল এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় জনদুর্ভোগ নিরসন ও জনস্বাস্থ্য রক্ষায় জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করা হয় বলে জানান ইউএনও।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM