নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ২ জিবি ডাটা

জনপ্রিয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশি পরিমাণ ডাটা পাঠানো যাবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। সেই মতোই নতুন ফিচার আনছে জাকারবার্গের সংস্থা।

- Advertisement -

জানা গেছে, নতুন ফিচার যোগ হওয়ার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২জিবি পর্যন্ত ডাটা পাঠাতে পারবেন গ্রাহক।

- Advertisement -google news follower

এর ফলে বড় অডিও, ইমেজ এমনকী ভিডিও ফাইল পাঠানো সম্ভব হবে। বর্তমানে ১০০ এমবি পর্যন্ত ডাটা পাঠানো যায় এই সোশ্যাল মিডিয়া অ্যাপটির মাধ্যমে। যা নিয়ে অস্বস্তিতে ছিল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

গ্রাহক সুবিধায় এবার তা বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা চালানো শুরু হয়েছে। নতুন ফিচার চালু করার আগে বিটা টেস্টিং করে থাকে সংস্থাটি।

- Advertisement -islamibank

আর সেই কাজ শুরু হয়ে গেছে। বেশ কিছু বিটা টেস্টারকে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ব্যবহার করতে দেওয়া হয়েছে বলে জানা গেছে। টেস্টিং সফল হলে সব গ্রাহকদের জন্যই এই পরিষেবা চালু করবে সংস্থাটি।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২ জিবি পর্যন্ত সাইজের ফাইল পাঠানো সম্ভব হলে উপকৃত হবেন গোটা বিশ্বের গ্রাহকরা।

এতে করে বড় সাইজের যেকোনো আর কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্যও লাগবে না।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM